বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত মো. সাব্বির (১৭) মারা গেছেন গেছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার নিজ বাড়িতে তিনি মারা যান। সাব্বির দেবিদ্বার পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ আলমগীর মিয়ার ছেলে।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার বিদায়ের পর সারাদেশের ন্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ছাত্রজনতা আনন্দ মিছিল করে। এক পর্যায়ে কিছু দুষ্কৃতকারী থানা ও পুলিশের ওপর হামলা করে। এ সময়পুলিশ গুলি চালালে সাংবাদিকসহ কমপক্ষে ৬০ জন আহত হন। ওই সময় সাব্বিরের মাথায় গুলিবিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সাব্বিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওইখানে এক মাসেরও বেশি সময় চিকিৎসা শেষে গতকাল সেপ্টেম্বর সাব্বির বাড়িতে ফিরেন আসেন। কিন্তু বাড়ি ফেরার একদিন পরই শনিবার সকাল সাড়ে ৯টায় সাব্বির মৃত্যুর কোলে ঢলে পড়েন।
সাব্বিরের মা রিনা বেগম বলেন, ‘এক মাসের বেশি সময় চিকিৎসা শেষে গতকাল সন্তানকে নিয়ে বাড়ি আসি। কিন্তু সকালে সাব্বির মারা যায়। গত দুই বছর আগে সাব্বিরের বাবা মারা যাওয়ায় তার আর লেখাপড়া করা হয় নাই। সাব্বির সিএনজি চালিয়ে সংসারের খবর যোগাত।এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা বলেন, তার পরিবারের সঙ্গে কথা বলে মরদেহ দাফন করার ব্যবস্থা করা হচ্ছে।
prothomasha.com
Copy Right 2023