দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারাগারে প্রেরণ করায় সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ঢাকার জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলামকে। সোমবার (১৩ মে) আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, সাময়িক বরখাস্তকালে অহিদুল ইসলাম নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন। বিধি অনুসারে খোরাকি ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অহিদুল ইসলামের বিরুদ্ধে ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর মামলা করে দুদক। তার বিরুদ্ধে ৯৪ লাখ ৫০ হাজার টাকার সম্পদের মিথ্যা তথ্য বা ভিত্তিহীন তথ্য দাখিল এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ২১ লাখ ৫৫ হাজার ৬৪৯ টাকার সম্পদ ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে।
এর আগে গত ৩০ এপ্রিল জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন।
prothomasha.com
Copy Right 2023