গোপালগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। মঙ্গলবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রদিঘলিয়া গ্রামে চন্দ্রদিঘলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।নিহত ওছিকুর ভূইয়া (৩২) ওই গ্রামের ভূইয়াপাড়ার জলিল ভূইয়ার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, চা খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের আধিপত্য বিস্তার নিয়ে বিবাদমান দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরও ভাঙচুর হয়েছে। এক পর্যায়ে একপক্ষ গুলি ছুড়লে ছয়জন গুলিবিদ্ধ হন। তাদেরকে গোপালগঞ্জ আড়াইশ’ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসক ওছিকুর ভূইয়াকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, এলাকায় এখনও টানটান উত্তেজনা বিরাজ করছে। তবে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।এদিকে, চন্দ্রদিঘলিয়া গ্রামের হাজার হাজার লোক জেলা শহরে আজ বুধবার দুপুরে নিহত যুবকের হত্যাকারীদের বিচারের দাবিতে শোক র্যালি করেছে। র্যালিটি বঙ্গবন্ধু কলেজ মাঠ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে গোপালগঞ্জ শহরের চেচানিয়াকান্দিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনগণ।
prothomasha.com
Copy Right 2023