কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে তীব্র গরমে অস্বস্তি বিরাজ করছে। এ অবস্থায় ২৪ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সারাদেশে মৌসুমি বায়ু সক্রিয়র ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী অবস্থায় রয়েছে। এর ফলে দেশের সব বিভাগেই আগামী এক সপ্তাহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, রংপুর, নীলফামারীর সৈয়দপুর এবং পটুয়াখালী জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি আগামীকাল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে।এ ছাড়া সারাদেশে আগামীকাল বুধবার রাত পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন বৃহস্পতিবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
prothomasha.com
Copy Right 2023