দক্ষিণ কোরিয়ায় জন্মহার সর্বকালের সর্বনিম্নে নেমে এসেছে। আজ বুধবার দেশটির পরিসংখ্যান বিভাগ এ তথ্য জানিয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জন্মহার বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরও দক্ষিণ কোরিয়ায় জন্মহার রেকর্ড পরিমাণ কমে গেছে।
দক্ষিণ কোরিয়ার সরকারি পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় জন্মহার ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে প্রায় ৮ শতাংশ কমে শূন্য দশমিক ৭২ শতাংশে নেমে এসেছে। বর্তমানে দক্ষিণে কোরিয়ার জনসংখ্যা ৫ কোটি ১০ লাখ। এই সংখ্যা ধরে রাখতে ২ দশমিক ১ শতাংশ শিশু জন্মহার প্রয়োজন।
কিন্তু বর্তমানে দক্ষিণ কোরিয়ায় জন্মহার যা রয়েছে তা যদি অব্যাহত থাকে, তাহলে ২১০০ সাল নাগাদ দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা ২ কোটি ৬৮ লাখে গিয়ে দাঁড়াবে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য দক্ষিণ কোরিয়া সরকার তার নাগরিকদের শিশু জন্মদানে উৎসাহিত করার জন্য হাজার কোটি ডলার ব্যয় করছে।
কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার পরেও দক্ষিণ কোরিয়ায় ২০২৩ সালে জন্ম নেওয়া শিশুর হার ১৯৭০ সালের পর সবচেয়ে কম।জনবিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন কারণে দক্ষিণ কোরিয়ার মানুষ সন্তান জন্মদানে অনাগ্রহী হয়ে পড়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে—সন্তান লালন পালনে মাত্রাতিরিক্ত খরচ, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া, ভালো বেতনের চাকরির অনিশ্চয়তা, ইত্যাদি।