থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে অযোগ্য ঘোষণা করেছেন দেশটির সাংবিধানিক আদালত। কারাবরণ করা সাবেক এক আইনজীবীকে মন্ত্রিসভায় নিয়োগ দিয়ে তিনি সংবিধান লঙ্ঘন করেছেন বলে রায়ে বলা হয়েছে। এতে করে প্রধানমন্ত্রিত্ব পদ হারালেন থাভিসিন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।আদালত তার রায়ে বলেছেন, প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন একজন জেলখাটা আইনজীবীকে সরকারের দায়িত্বে নিয়োগ করে নৈতিকতা ভঙ্গ করেছেন। ৯ বিচারকের মধ্যে পাঁচজন প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে সরিয়ে দেওয়ার পক্ষে রায় দিয়েছেন। তারা বলেছেন, তিনি জেনেশুনে একজন নীতি নৈতিকতাহীন ব্যক্তিকে নিয়োগ দিয়েছিলেন।
৬৭ বছর বয়সী থাভিসিন এক বছরও ক্ষমতায় থাকতে পারেননি। গত বছরের আগস্টে প্রধানমন্ত্রী হয়েছিলেন স্রেথা। গত ১৬ বছরে আদালতের রায়ে ক্ষমতা হারানো তৃতীয় প্রধানমন্ত্রী তিনি।থাইল্যান্ডের পার্লামেন্ট থেকে নতুন কোনো প্রধানমন্ত্রী নির্বাচন না করা পর্যন্ত তার স্থলে অন্তবর্তীকালীন একজন দায়িত্বপালন করবেন।
prothomasha.com
Copy Right 2023