তুরস্কের এজিয়ান রিসোর্ট সিটিতে তিনদিন ধরে জ্বলছে দাবানল। তুর্কি গণমাধ্যম ও কর্মকর্তারা জানান, এটি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা। নিরাপত্তার জন্য শত শত মানুষকে ওই অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।তুর্কি সংবাদমাধ্যমগুলো জানায়, হেলিকপ্টার ও পানিবোমার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেন, পাঁচটি জেলা থেকে ৯০০ জনকে সরিয়ে দেওয়া হয়েছে।বৃহস্পতিবার রাতে এই আগুনের সূত্রপাত হয়। তখন ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে বাতাস বইছিল। বাতসের কারণে অল্পক্ষণের মধ্যেই ভয়াবহ আকার ধারণ করে আগুন।
একজন প্রত্যক্ষদর্শী জানান, ধোয়ায় আকাশ ধূসরবর্ণ ধারণ করেছে। তুরস্কের তৃতীয় জনবহুল এই অঞ্চলজুড়ে শুধু পোড়া গন্ধ।দেশটির কৃষি ও বন বিষয়ক মন্ত্রী ইব্রাহিম ইমাকলি বলেন, এই মুহূর্তে দুটি বিমান ও ১১টি হেলিকপ্টার দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত ১৬০০ হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
prothomasha.com
Copy Right 2023