সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে বিএনপি জামায়াতপন্থী আইনজীবী ঢাকা আইনজীবী সমিতিতে বিগত আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন।শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ঢাকা আইনজীবী সমিতিতে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী নেতাদের দেখা যায়নি। গত আগস্ট বিএনপি জামায়াতপন্থী আইনজীবীরা আইনজীবী সমিতি দখলে নেয়।
আওয়ামীপন্থী আইনজীবীরা আইনজীবী সমিতি দখল নিতে আদালতে আসতে পারেন এ খবরে রবিবার বিএনপি জামায়াতপন্থী আইনজীবীরা সমিতির মূল ভবনের সামনে সকাল ৯টা থেকে অবস্থান নেন এবং আইনজীবী সমিতি দখলসহ বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এ সময় তারা হাসান তারেক নামে আওয়ামীপন্থী আইনজীবী নেতাকে সমিতিতে প্রবেশে বাধা দিলে তিনি চলে যান এবং একজন সহকারী পাবলিক প্রসিকিউটরকে (এপিপি)মারধর করেন।
বিএনপি জামায়াতপন্থী আইনজীবীরা সমিতির সামনে বিক্ষোভ প্রদর্শনের আদালত এলাকার নিরাপত্তায় সকাল ৯টা ১০ মিনিটে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি আদালত অঙ্গনে প্রবেশ করে। তারা গাড়ি থেকে নেমে হ্যান্ডমাইক নিয়ে বিএনপি জামায়াতপন্থী সকল আইনজীবীদের শান্ত হওয়ার আহ্বান জানান এবং আদালত অঙ্গনের নিরাপত্তা বিঘ্ন হতে পারে এমন কর্ম থেকে বিরত থাকার আহ্বান জানান। এরপর সেনাবাহিনীর সদস্যরা চলে যান। পরবর্তীতে আওয়ামীপন্থী কোনো আইনজীবী সমিতি ভবন বা আদালত অঙ্গনে না আসায় আর কোনো প্রীতিকর ঘটনা ঘটে নাই।
prothomasha.com
Copy Right 2023