তৈরি পোশাকখাত, মৎস্যজীবী, চা-বাগান ও গৃহকর্মের মতো অনানুষ্ঠানিক খাতের নারী শ্রমিকদের মজুরি বৈষম্য, কর্মক্ষেত্রে সহিংসতা, ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্রসহ সকল অসমতার বিরুদ্ধে সচেতনতা তৈরিতে নারী দিবস উপলক্ষে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফ্যাম ইন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘অক্সফ্যাম রান’ শীর্ষক ম্যারাথন। ১লা মার্চ, শুক্রবার রাজধানী ঢাকার হাতিরঝিলে এক হাজারেরও বেশি নারী-পুরুষের অংশগ্রহণে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
‘অক্সফ্যাম রান’ এ এক হাজার প্রতিযোগী ছাড়াও অনানুষ্ঠানিক খাতের নারী শ্রমিক, বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ম্যারাথন শেষে অক্সফ্যামের ‘সুনীতি’ প্রকল্পের অধীনে শতাধিক গৃহকর্মীর অংশগ্রহণে নারীর ক্ষমতায়ন বিষয়ক একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অক্সফ্যামের আয়োজনে অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং এজেন্সি ফ্রান্স দ্যে ডেভলাপমেন্ট।
prothomasha.com
Copy Right 2023