দেশের শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংক তাদের শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ও সাড়ে ১৭ শতাংশ বোনাস লভ্যাংশ আকারে দেবে। গত ৩১ ডিসেম্বর সমাপ্ত হওয়া সর্বশেষ হিসাব বছরের জন্য শেয়ারধারীদের এ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানায়, ডাচ-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে মোট ৩৫ শতাংশ লভ্যাংশ দেওয়ার বিষয়ে সুপারিশ করেছে। সর্বশেষ হিসাব বছরে ডাচ-বাংলা ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৭২ পয়সা; যা ২০২২ সালে ছিল ৭ টাকা ৫৭ পয়সা।
সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির পুনর্মূল্যায়নকৃত শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৪ টাকা ৪১ পয়সা। এটি ২০২২ সালে ছিল ৫৫ টাকা ৬৭ পয়সা। এ ছাড়া গত বছর ডাচ-বাংলা ব্যাংকের নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার বা শেয়ারপ্রতি নগদ অর্থের প্রবাহ হয়েছে ১৩ টাকা ২ পয়সা; যা এর আগের বছর ছিল ২৮ টাকা ৩৭ পয়সা। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৯ জুন ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ মে।