Skip to content

টেক্সাসের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল জ্বলছে

    টেক্সাসের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল জ্বলছে prothomasha.com

    যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন পার্শ্ববর্তী রাজ্য ওকলাহোমাতেও ছড়িয়ে পড়েছে। উত্তর টেক্সাসের 1,700 বর্গ মাইল বা 4,400 বর্গ কিলোমিটার বন জুড়ে একটি দাবানল জ্বলছে। এটি টেক্সাসের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল। টেক্সাসের দুটি পৃথক দাবানল এখন মিশে গেছে। তার আগুন প্রতিবেশী ওকলাহোমাতেও ছড়িয়ে পড়ে। বন বিভাগ জানিয়েছে, মাত্র তিন শতাংশ এলাকায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

    তবে বৃহস্পতিবার তুষারপাতের কারণে আগুনের তীব্রতা কিছুটা কমেছে। তবে আগুন বিপজ্জনক এবং নিয়ন্ত্রণের বাইরে। বৃহস্পতিবার টেক্সাসে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত পরিদর্শন করেন। বিডেন বলেছেন যে তিনি ফেডারেল কর্মকর্তাদের দাবানল নিয়ন্ত্রণে সম্ভাব্য সবকিছু করতে বলেছেন। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার ওপর জোর দেন।

    ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অথরিটি ইতিমধ্যেই ঘোষণা করেছে যে টেক্সাস এবং ওকলাহোমাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হবে।এই সপ্তাহে এক 83 বছর বয়সী মহিলা আগুনে মারা গেছেন। আগুন এখনো জ্বলছে। কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কত ঘরবাড়ি পুড়ে গেছে তা জানা যায়নি। এই সময়ে এই অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা অস্বাভাবিক নয়। আর এ বছর তাপমাত্রা ছিল অনেক বেশি। যে কারণে আগুন এভাবে ছড়িয়ে পড়ে। বন বিভাগ সূত্রে জানা গেছে, তিন হাজার তিনশ একর জমি জুড়ে আগুন জ্বলছে। তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।