চলমান আইপিএলে ইনজুরিতে পড়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ দুই ক্রিকেটার মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই মাসেরও কম সময় বাকি, তাই তাদের চোটে চিন্তায় পড়েছে খোদ অস্ট্রেলিয়া দলও। তারা গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণও করছে। অলরাউন্ডার মার্শ আইপিএল চলাকালীন হ্যামিস্ট্রিং ইনজুরিতে পড়েন। তাই তাকে দেশে ডেকে পাঠায় ক্রিকেট বোর্ড। দেশে ফিরে তিনি পুনর্বাসন প্রক্রিয়ায় থাকবেন।
আগামী ৫ জুন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ওমানের বিপক্ষে। অস্ট্রেলিয়া আশা করছে এর আগেই মার্শ সুস্থ হয়ে উঠবেন। তবে এটা দেখার বিষয় ৩২ বছর বয়সী এই তারকা সুস্থ হলে আইপিএল খেলতে ভারতে ফেরেন কীনা। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মার্শ অবশ্য ৪ ম্যাচ খেলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনিনি। তিনি যথাক্রমে ব্যাটিংয়ে ২০, ২৩, ১৮ ও ০ রান করেন। তবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে মার্শ নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার সেরা পছন্দে থাকবেন।
বিশ্বকাপকে সামনে রেখে আবার অস্ট্রেলিয়ার সীমিত ওভারের পূর্ণাঙ্গ অধিনায়ক হতে পারেন মার্শ। কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও তার প্রতি আস্থা রাখছেন। এদিকে ওপেনার ওয়ার্নারও ইনজুরির সঙ্গে লড়ছেন। যেখানে বাঁহাতি এই অভিজ্ঞ তারকা গত শুক্রবারে আইপিএলের ম্যাচে আঙুলে চোট পান। দিল্লির এই ব্যাটারকে দলটির পরবর্তী ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষেও পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রাভিস হেডের সঙ্গে ওয়ার্নারকে ওপেনার হিসেবে দেখা যেতে পারে।
prothomasha.com
Copy Right 2023