ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টিতেও বাংলাদেশের দুর্দশা চলছে। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি হেরে ইতিমধ্যে সিরিজও খুইয়েছে টাইগাররা। সবশেষ দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৬ রানে হারে নাজমুল হোসেন শান্ত দল।
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রান করে ভারত। জবাব দিতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৫ রানে থামে বাংলাদেশ। আগামী ১২ অক্টোবরের শেষ ম্যাচটি তাই পরিণত হলো শুধুই আনুষ্ঠানিকতায়।হারের পর সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘আমিও দলের অংশ, আমিও খেলোয়াড়। অনেকদিন ধরে আমিও খেলছি, দুর্ভাগ্যজনকভাবে আমাদের আসলে খুব একটা উন্নতি হয়নি টি-টোয়েন্টিতে। এটা আমাদের ব্যর্থতা। কিন্তু চেষ্টার কোন কমতি নেই, হচ্ছে না। দেশে যেমনই হোক কিন্তু ভালো কন্ডিশনেও আমরা প্রায়ই ফেইল করছি, ভালো উইকেটগুলোতেও।’
তিনি আরও বলেন, ‘সব মিলিয়ে টি-টোয়েন্টিতে আমাদের উন্নতি কম। আসলে আশা আর চেষ্টা ছাড়া কিছুই করার নেই এই মুহূর্তে আমাদের হাতে। সবকিছুর সিদ্ধান্ত বোর্ড নেয়, আমরা খেলোয়াড়েরা শুধুমাত্র সর্বোচ্চটা দিয়ে চেষ্টাই করতে পারি। ব্যর্থ হলে প্রত্যেকবার উন্নতির চেষ্টাটাই শুধু হাতে আছে, আর কোন কিছু হাতে নেই।’কারণ যদি বলেন তাহলে আমাদের স্কিলে হয়ত আরও উন্নতি করতে হবে। একই সাথে দেশে আরও ভালো উইকেটে খেলতে পারলে আরও উন্নতি হবে। এগুলোই বিভিন্ন কারণ। আপনারাও অনেকদিন ধরে দেখতেছেন দুই-একটা কারণ পারলে বইলেন আমাদের চেষ্টা করবো উন্নতি করার।’-যোগ করেন তাসকিন।
prothomasha.com
Copy Right 2023