চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচ পর ফের হ্যাটট্রিক করার অনন্য কীর্তি গড়লেন প্যাট কামিন্স। আজ সুপার এইটের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করলেন এই অস্ট্রেলিয়ান পেসারএর আগে অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে ১৮তম ওভারের শেষ দুই বল এবং ২০তম ওভারের প্রথম বলে উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন কামিন্স।আর আজ আফগানদের বিপক্ষে উইকেট নিয়েছেন ১৮তম ওভারের শেষ বল ও ২০তম ওভারের প্রথম দুই বলে। টি-টোয়েন্টি ক্রিকেটে টানা দুই ম্যাচে কোনো বোলারের হ্যাটট্রিকের ঘটনা এবারই প্রথম।
আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ১৯৯৯ সালে শ্রীলংকার বিপক্ষে টানা দুই টেস্টে হ্যাটট্রিক করেছিলেন পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আকরাম। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে দুটি হ্যাটট্রিকের মালিক এখন কামিন্স। শ্রীলংকার কিংবদন্তি লাসিথ মালিঙ্গার ওয়ানডে বিশ্বকাপে দুটি হ্যাটট্রিক আছে।
এদিকে মাত্র পঞ্চম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দুটি হ্যাটট্রিক করলেন কামিন্স। এর আগে টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করেছেন মালিঙ্গা, টিম সাউদি, মার্ক পাবলোবিচ, ওয়াসিম আব্বাস। কিন্তু তাদের কেউই টানা দুই ম্যাচে এই কীর্তি গড়তে পারেননি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহামে এ নিয়ে অষ্টম হ্যাটট্রিক হলো। সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬০তম। এই সংস্করণে ৪ বলে ৪ উইকেট নেওয়ার কীর্তিও আছে। রশিদ খান, লাসিথ মালিঙ্গা, কার্টিস ক্যাম্ফার ও জেসন হোল্ডারের দখলে সেই কীর্তি।কামিন্সের আজ হ্যাটট্রিকের শুরুটা হয় ১৮ ওভারের শেষ বলে রশিদ খানকে আউট করে। এরপর ২০তম ওভারের প্রথম দুই বলে আউট করেন করিম জানের ঘটনা এবারই প্রথম।
prothomasha.com
Copy Right 2023