দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার লড়াই দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুরু হচ্ছে ‘ডি’ গ্রুপের লড়াই। ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লংকান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা।
শ্রীলংকার একাদশে আজ খেলছেন সাত ব্যাটার ও চার বোলার। যদিও ব্যাটারদের মধ্যে দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও কামিন্দু মেন্ডিস বল হাতে মন্দ নয়। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা দলে চমক হচ্ছে চায়নাম্যান স্পিনার তাবরিজ শামসিকে দলে না রাখা। একমাত্র স্পিনার হিসেবে খেলছেন কেশাভ মহারাজ। দলটিতে অভিষেক হচ্ছে পেসার ওটেনিল বার্টম্যানের। ‘ডি’ গ্রুপের অন্য তিন দল হলো বাংলাদেশ, নেদারল্যান্ডস ও নেপাল। আগামী ৮ জুন এই শ্রীলংকার বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের।
দুই দলের একাদশ
শ্রীলঙ্কা: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা (অধিনায়ক), মহেশ থেকশানা, মাথিশা পাথিরানা ও নুয়ান থুশারা।
দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি কক (উইকেটকিপার), রেজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে ও ওটনিল বার্টম্যান
prothomasha.com
Copy Right 2023