গাজীপুরে টঙ্গীর বিসিকে একটি ডাইং ও ওয়াশিং কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার (২২ এপ্রিল) দুপুরের দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। জানা গেছে, কারখানাটিতে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির পণ্য ধোয়া ও কাপড় শুকানোর কাজ করা হতো। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আরেফিন। তিনি বলেন, দুপুর ২টার দিকে কারখানাটিতে আগুন লাগার খবর পাই আমরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।
prothomasha.com
Copy Right 2023