যশোরের জুম্মান হত্যা মামলার অন্যতম আসামি সেই ভাগ্নে ইমনকে ঢাকার দোহার থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (৫ মার্চ) রাতে ইমনকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।গ্রেপ্তার ইমন যশোর শহরের তেঁতুলতলা ইসমাইল কলোনির খালিদ হোসেনের ছেলে।র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা জানান, গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় যশোর রেলস্টেশনে হঠাৎ করে কিছু অজ্ঞাতনামা সন্ত্রাসী জুম্মানকে (৩৪) এলোপাতাড়ি ছুরিকাঘাতে রক্তাক্ত জখম করে পালিয়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। র্যাব-৬ যশোরের সদস্যরা তাৎক্ষণিক ছায়া তদন্তে নামে। জড়িত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে। হত্যাকাণ্ডের বিষয়ে জুম্মানের ভাই বাদী হয়ে ১১ ফেব্রুয়ারি খুলনা রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।এরপর র্যাবের একাধিক আভিযানিক দল মাঠ পর্যায়ে কাজ শুরু করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় এ হত্যাকাণ্ডের প্রধান আসামি ভাগ্নে ইমনের অবস্থান শনাক্ত করে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার দোহার মধুরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেপ্তার ইমন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে জুম্মানকে ডেকে এনে ইমন ও তার সহযোগীরা কুপিয়ে হত্যা করে। ঢাকা থেকে নিয়ে আসার পর রাতেই ইমনকে জুম্মান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
prothomasha.com
Copy Right 2023