সম্প্রতি মেইল পরিষেবা চালুর ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। গুগলের জিমেইলকে টক্কর দেবে তাঁর এক্সমেইল, এমন চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন তিনি। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।টেসলা ও স্পেসএক্স প্রধান মাস্ক টুইটার অধিগ্রহণের পর নাম পরিবর্তন করে রাখেন এক্স। এবার মেইল পরিষেবার নামেও এক্স যুক্ত করতে চলেছেন তিনি। নতুন মেইল প্ল্যাটফর্ম এক্সমেইল শিগগিরই শুরু হতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে।
কেমন হতে পারে এক্সমেইল
মেইল প্ল্যাটফর্ম সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করা হয়নি। এটি জিমেইলের মতোই একটি বিকল্প অনলাইন মেইল প্ল্যাটফর্ম হতে চলেছে। কী ফিচার বা সুবিধা থাকবে এতে তা নিয়ে বাড়ছে কৌতূহল। এক্সমেইল নিয়ে নেটদুনিয়ায় বেশ আলোচনা চলছে। কেউ কেউ দাবি করছেন, এক্সমেইল ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত ও নিরাপদ রাখবে। পাশাপাশি দ্রুত এবং সহজ ইন্টারফেস থাকবে এখানে।
এই মুহূর্তে এক্স প্ল্যাটফর্মে একাধিক ফিচারের ওপর কাজ শুরু হয়েছে। সম্প্রতি বিনামূল্যে সকল ব্যবহারকারীর অডিও-ভিডিও কল করার সুবিধা চালু করেছে এক্স। যা আগে কেবল প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য ছিল। এছাড়া অনলাইন পেমেন্ট ফিচারের ওপর কাজ চলছে।
অন্যদিকে জিমেইল বন্ধ হওয়া নিয়ে নানা গুঞ্জন চাউর হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এইচটিএমএল ভিউ ফিচার বন্ধ করে স্ট্যান্ডার্ড ভিউ ফিচার চালু করতে চলেছে গুগল। সেই খবরকে কেন্দ্র করে এক্স প্ল্যাটফর্মে রটে যায় আগামী আগস্ট থেকে বন্ধ হতে পারে জিমেইল। তবে গুগল স্পষ্ট জানিয়েছে, জিমেইল বন্ধ হচ্ছে না।চলতি বছরই চমক দেখাতে পারে মাস্কের এক্সমেইল। তবে এক্সমেইল আদৌ জিমেইলকে টেক্কা দিতে পারে কিনা সেটিই এখন দেখার বিষয়।
prothomasha.com
Copy Right 2023