গাজার মধ্যাঞ্চলে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস-ইসরাইল সংঘাতের পর থেকে স্কুলের ভবনটি শরণার্থীদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল। স্থানীয় সূত্রের বরাতে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।স্কুলটিতে কয়েকশ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। তবে ইসরাইলের দাবি হামাসের যোদ্ধারা নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছিলেন স্কুলের ওই ভবন। ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা জাতিসংঘের একটি স্কুলে হামলা চালিয়েছে যেখানে কয়েকশ হামাস যোদ্ধারা লুকিয়ে ছিল।তবে ইসরাইলের ওই হামলায় নিহতের সংখ্যা ২৭ বলে দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে ওই হামলাকে ‘ভয়াবহ গণহত্যা’ বলেও উল্লেখ করেছে সংগঠনটি। এছাড়া স্থানীয় সংবাদদাতার মাধ্যমেও এই হামলার বিষয়ে নিশ্চিত হয়েছে বিবিসি। ওই প্রতিনিধি জানিয়েছে জাতিসংঘের ওই স্কুলের উপরের তলায় দুটি শ্রেণিকক্ষে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইসরাইলের বিমান বাহিনী। এতে শ্রেণীকক্ষ দুটি গুড়িয়ে গেছে।হামলার পর সেখানে উদ্ধার তৎপরতা শুরু করেছে ফিলিস্তিনিদের সহায়তা কাজে নিয়োজিত বিভিন্ন মানবাধিকার সংস্থার কর্মীরা।তারা সেখান থেকে আহতদের হাসপাতালে সরিয়ে নিয়েছে। এক্ষেত্রে আহতদের সঠিক সংখ্যা জানা যায়নি।উল্লেখ্য, গত আট মাসে ইসরাইলের হামলায় গাজায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৫৮০ ফিলিস্তিনি। আহতের সংখ্যা ৮০ হাজারের বেশি। জাতিসংঘ বলছে হতাহতের বেশির ভাগ নারী ও শিশু।
prothomasha.com
Copy Right 2023