জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের তৃতীয় তথা শেষ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
আজ ৯০টি আসনের মধ্যে তৃতীয় দফায় মোট ৪০টি আসনে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে ২৪টি আসন জম্মুর অংশে (জম্মু, সাম্বা, কাঠুয়া এবং উধমপুর জেলায়)। বাকি ১৬টি আসন কাশ্মীর উপত্যকায় (বারমুল্লা এবং কুপওয়ারা জেলায়)। তৃতীয় দফার ভোটে মোট প্রার্থী রয়েছেন ৪১৫ জন। ভোটগ্রহণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে জম্মু ও কাশ্মীরে প্রথম দফার ভোট হয়েছিল ১৮ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফার ভোট। আর আজ সকাল থেকে তৃতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়।
prothomasha.com
Copy Right 2023