চেলসি-লিভারপুলের হাইভোল্টেজ ম্যাচে শেষ পর্যন্ত ইয়ুর্গেন ক্লপের শিষ্যদেরই জয় হলো। কারাবাও কাপের ফাইনালে ব্লুজদের ১-০ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা ঘরে তুলল অলরেডরা। ২০২১-২২ মৌসুমে লিভারপুল নবম ট্রফি জিতে রেকর্ড গড়েছিল। এবার নিজেদেরই ছাড়িয়ে গেল। ম্যানচেস্টার সিটি ৮বার জিতে দ্বিতীয়স্থানে রয়েছে। রবিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের শেষ দিকে ব্যবধান গড়ে দেন ভার্জিল ফন ডাইক।
যদিও এ ম্যাচে লিভারপুলের সেরা স্ট্রাইকার মোহামেদ সালাহ, ফরোয়ার্ড দারউইন নুনেস, অভিজ্ঞ ডিফেন্ডার ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, গোলরক্ষক আলিসন সহ আরও অনেক খেলোয়াড় চোট পেয়ে বাইরে। তাদেরকে ছাড়াই আক্রমণাত্মক পারফরম্যান্স উপহার দিল লিভারপুল। জিতে নিল মৌসুমের সম্ভাব্য চার শিরোপার প্রথমটি।
ম্যাচের দীর্ঘ লড়াইয়ের পর যখন টাইব্রেকারে গড়ানোর পথে, ঠিক তখনই দলকে উৎসবের উপলক্ষ এনে দেন ফন ডাইক। কর্নারে উড়ে আসা বল লাফিয়ে হেডে ঠিকানা খুঁজে নেন ডাচ ডিফেন্ডার। বাকিটা সময় জাল অক্ষত রেখে উৎসব শুরু করে লিভারপুল। চলতি মৌসুম শেষে বিদায়ের ঘোষণা আগেই দিয়েছেন ক্লপ। শেষের যাত্রায় আরও একটি ট্রফি জিতলেন এই জার্মান কোচ।
prothomasha.com
Copy Right 2023