কোন কারণ ছাড়াই চুল পড়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে আপনার চুলের সৌন্দর্য। তার অন্যতম কারণ প্রোটিনের অভাব। এই প্রোটিন কমে গেলে চুলের নানা সমস্যা দেখা যায়। তাই প্রোয়াজন চুলের প্রোটিন ট্রিটমেন্ট। চুলের ঘনত্ব বাড়বে আর চুল হবে আগে থেকে শাইন। তার জন্য একটু সময় করে প্রোটিন টিটমেন্ট করতে হবে। কয়েকটি সহজ মাস্কের সন্ধান রইল এই পর্বে।
ডিমের কুসুম, ক্যাস্টর অয়েল এবং মধু
চুলে রুক্ষতার সমস্যায় থাকলে এই মাস্ক উপকারী। ১ চা-চামচ ক্যাস্টর অয়েল অল্প গরম করে নিন। এতে একটা বা দু’টো ডিমের কুসুম এবং ২ চা-চামচ মধু মেশান। মিশ্রণটা পুরো স্ক্যাল্পে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে থাকুন। ১৫-২০ মিনিট পরে চুল ধুয়ে নিন। চুল ধুতে অল্প ভিনিগার এক মগ জলে মিশিয়ে লাস্ট রিন্স হিসেবে ব্যবহার করুন। বাড়তি শাইন আসবে।
পাকা কলা ও অ্যাভোকাডো
পাকা কলা এবং অ্যাভোকাডো চটকে নিন। পাতলা করার জন্য ব্যবহার করুন অ্যাপল সাইডার ভিনিগার। একসঙ্গে মিশিয়ে চুলে লাগান। ১৫ মিনিট রাখুন। ভালভাবে শ্যাম্পু করে নিন। মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবেন। তারপর কন্ডিশনার এবং সেরামও মাস্ট।
মেয়োনেজ এবং অ্যাভোকাডো
২ টেবলচামচ মেয়োনেজ এবং একটা পাকা অ্যাভোকাডো চটকে একসঙ্গে মিশিয়ে নিন। শুধু চুলের গোড়ায় এই প্যাক লাগান। ১৫ মিনিট রেখে শ্যাম্পু করে নিন।
ক্রিম এবং টক দই
সম পরিমাণ টাটকা ফুল ফ্যাট ক্রিম এবং টক দই মেশান। নির্জীব চুলে চটজলদি জেল্লা আসবে। তবে পাতলা চুল বা তৈলাক্ত চুলের ক্ষেত্রে এই প্যাক ব্যবহার না করাই ভাল।
prothomasha.com
Copy Right 2023