শেখ হাসিনা সরকার শাসনামলে রাজনৈতিক বিবেচনায় অপর্ণা রাণী পাল ও মোবাশ্বিরা ফারাজানা মিথিলা কানাডায় বাংলাদেশ হাইকমিশনে কাউন্সেলর হিসেবে নিয়োগ পেয়েছিলেন।সম্প্রতি অন্তর্বর্তী সরকার তাদের চুক্তি বাতিল করে ৩১ আগস্টের মধ্যে দেশে ফেরার নির্দেশ দিয়েছে। তবে চুক্তি বাতিলের চিঠি পাওয়ার আগে থেকে তারা মিশনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে লাপাত্তা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অপর্ণা রাণী পাল ও মোবাশ্বিরা ফারজানা মিথিলাকে চুক্তি বাতিল করে ৩১ আগস্টের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ১৪ আগস্ট চুক্তি বাতিলের চিঠি পাওয়ার আগে থেকে তারা মিশনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। কানাডায় বাংলাদেশ হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ তথ্য জানানো হয়েছে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ওই রাতেই অপর্ণা রাণী পাল ও মোবাশ্বিরা ফারজানা মিথিলা কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আবেদন করেন। অপর্ণা রাণী পাল নিজের এবং মোবাশ্বিরা ফারজানা মিথিলা নিজের পাশাপাশি স্বামী ও ছেলের কূটনৈতিক পাসপোর্ট বাতিলের জন্য আবেদন করেন বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।
কানাডায় বাংলাদেশ হাইকমিশনের তথ্য বলছে, চুক্তি বাতিলের আগে অপর্ণা রাণী পাল ও মোবাশ্বিরা ফারজানা মিথিলা কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আবেদন করেন। এ দুজনের চুক্তি বাতিলের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পেয়ে হাইকমিশন তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। কিন্তু চিঠি পাওয়ার আগে থেকে তারা হাইকমিশনে যাওয়া বন্ধ করে দেন এবং মিশনের সঙ্গে কোনো যোগাযোগ করেননি।
prothomasha.com
Copy Right 2023