দীর্ঘ সাড়ে তিন মাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গেল ৩১ মে দেশে ফিরেছেন কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন। তথ্যটি নিশ্চিত করেছেন তার মেয়ে কণ্ঠশিল্পী ফাইরুজ ইয়াসমিন বাঁধন।তিনি বলেন, ‘নিয়মিত চেকআপের জন্য আম্মুকে সিঙ্গাপুর যেতে হয়। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা আম্মুর দাঁতের সমস্যা দেখতে পান। এরই পরিপ্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারি একটি অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচার শেষে আম্মুকে রেডিওথেরাপি নিতে হয়েছে। এর মধ্যে রেডিওথেরাপি কোর্স শেষ হয়।’
তিনি আরও বলেন, ‘রেডিওথেরাপির কারণে আম্মুর শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া হয়। আগামী এক বছর আম্মুকে নির্দিষ্ট সময় পরপর সিঙ্গাপুর যেতে হবে। চিকিৎসকের নির্দেশমতো তাকে চলতে হবে।’বাঁধন জানান, সাবিনা ইয়াসমিন এখন ঢাকায় নিজের বাসায় বিশ্রাম নিচ্ছেন। চলতি মাসের শেষ দিকে নিয়মিত চেকআপের জন্য আবার তাকে সিঙ্গাপুরে যেতে হবে।উল্লেখ্য, সাবিনা ইয়াসমিন পাঁচ দশকেরও বেশি সময় ধরে সংগীত ভুবনে বিচরণ করছেন। তিনি সিনেমায় প্লেব্যাক করে ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। বাংলা সংগীতে অসামান্য অবদান রাখার জন্য একুশে পদক এবং স্বাধীনতা পুরস্কারও পান গুণী এই শিল্পী।
prothomasha.com
Copy Right 2023