ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আজ বিকেল নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এমন সময় বজ্রপাতের কারণে বাড়ির ইলেকট্রনিক আসবাব নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। যেমন; ফ্রিজ, টিভি, এসি, চিমনি, গিজার ও মোটর খারাপ হয়ে যেতে পারে। আবার ফোন ও ল্যাপটপের মতো ছোট অথচ খুবই প্রয়োজনীয় জিনিসগুলোর ওপরও প্রভাব পড়তে পারে। তাই এমন পরিস্থিতিতে বড় ক্ষতির আশঙ্কা এড়াতে কিছু কাজ করা খুবই জরুরি। চলুন ইলেকট্রনিক জিনিস বাঁচাতে করনীয় কী জেনে নেওয়া যাক:
প্রথমেই ফোন, ল্যাপটপ, পাওয়ার ব্যাংক ফুল চার্জ করে নিন। চিমনি, মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন অনেকের বাড়িতেই থাকে। এগুলোর নির্দিষ্ট কাজ সেরে রাখুন। রান্নাবান্নাও দ্রুত সেরে কাজ মিটিয়ে ফেলুন এই যন্ত্রপাতিগুলোর। ইলেকট্রনিক যন্ত্রগুলো সুরক্ষিত রাখার জন্য সুইচ অফ করে দিন। পাশাপাশি প্লাগও খুলে রাখুন। এতে বজ্রপাত হলেও ইলেকট্রনিক জিনিস নষ্ট হওয়ার ভয় থাকবে না। বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়ে গেলে ফোন বা ল্যাপটপ চার্জ দেবেন না। এতে যন্ত্রগুলো নষ্ট হওয়ার আশঙ্কা বেড়ে যায়। প্লাস্টিক দিয়ে ইলেকট্রনিক যন্ত্রপাতিগুলো ঢেকে রাখুন। এতে দরজা জানালার পাশে থাকলে পানি লেগে সেগুলো নষ্ট হবে না।
এ ছাড়া সার্জ প্রটেক্টর ব্যবহার করতে পারেন। এটি বজ্রপাতের সময় অতিরিক্ত বিদ্যুৎ কোনো মেশিনে প্রবেশ করতে চাইলে তা শোষণ করে নেয়। বেশ কিছু ইলেকট্রনিক জিনিস ব্যাটারিচালিত হয়। অর্থাৎ বিদ্যুৎ সাপ্লাই ছাড়াই সেটি চলে। তাই বলে বজ্রপাতের সময় সেগুলো ব্যবহার করবেন না। এটি করা মোটেও নিরাপদ নয়।
prothomasha.com
Copy Right 2023