জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, গ্যাস ও বিদ্যুতের দামের প্রভাবে বেড়েছে পণ্য উৎপাদন খরচ। যার প্রভাবে বৃদ্ধি পাচ্ছে দ্রব্যমূল্য। এটি বাস্তবতা, তবে তা অযৌক্তিকভাবে যেন না বাড়ে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে।
বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টারে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাশ্রয়ী মূল্যে ৬৪টি জেলার ১০০টি স্থানে একযোগে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ‘ট্রাক সেল’ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভোক্তা মহাপরিচালক বলেন, ডলারের দাম বৃদ্ধিতে পণ্য আমদানি ব্যাহত হচ্ছে। যাতে ব্যবসায়ীতের ৩০ থেকে ৩৫ শতাংশ টাকা বেশি ব্যয় করতে হচ্ছে। পাশাপাশি বেড়েছে গ্যাস ও বিদ্যুতের দামও। যার প্রভাবে পণ্য উৎপাদন খরচ বাড়ায় নিত্যপণ্যের দামও বেড়েছে।
সফিকুজ্জামান বলেন, বসুন্ধরা ফুড ১০১টি পণ্য বিশেষ ছাড়ে দিচ্ছে। তারা যদি করতে পারে, তাহলে অন্যরাও পারবে। এই কাজে সবার এগিয়ে আসা উচিত। এখন জেলা পর্যায়ে বসুন্ধরা ফুডের এ কার্যক্রম চালু আছে উল্লেখ করে তিনি আরও বলেন, অন্যান্য করপোরেট গ্রুপ এই প্রক্রিয়া চালু করলে উপজেলা পর্যায়ে কম দামে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব। যার মাধ্যমে ১০ থেকে ১৫ শতাংশ কম দামে পণ্য পাবেন ক্রেতারা।
prothomasha.com
Copy Right 2023