টুর্নামেন্টের নাম চ্যাম্পিয়নস লিগ আর ক্রিস্টিয়ানো রোনালদো সেখানে গোল করবেন না, তা হয় না। গত সপ্তাহে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে আল ফাইহার বিপক্ষে রোনালদোর গোলে জিতেছিল আল নাসর। নির্ধারিত সময় শেষ হওয়ার ৯ মিনিট আগে জয়সূচক গোল এনে দিয়েছিলেন পর্তুগিজ কিংবদন্তি। গতকাল রাতে ফিরতি লেগেও গোল পেলেন রোনালদো। দুই পর্তুগিজের গোলে আল ফাইহার বিপক্ষে ফিরতি লেগ ২-০ গোলে জিতেছে আল নাসর। দুই লেগ মিলিয়ে মোট ৩-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালেও উঠেছে সৌদি প্রো লিগের ক্লাবটি।
আজ আওয়াল পার্কে ফিরতি লেগে ১৭ মিনিটে হেডে গোল করে আল নাসরকে এগিয়ে দেন পর্তুগিজ উইঙ্গার ওতাভিও। আল খাইবারির প্রায় নিখুঁত ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন। নির্ধারিত সময় শেষ হওয়ার ৪ মিনিট আগে ম্যাচে দ্বিতীয় গোলটি এনে দেন রোনালদো। তার আগে অবশ্য মনে হয়েছে, রোনালদোর জন্য রাতটা হতাশারই হতে যাচ্ছে। ফাইহার বক্সে দুবার পড়ে গেলে তাঁর পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি। অফসাইডের কারণে তাঁর একটি গোলও বাতিল হয়। প্রথমার্ধে দেখতে হয়েছে হলুদ কার্ডও। সেটির প্রতিবাদ করতে গিয়ে পাল্টা হলুদ কার্ড দেখেছেন আল নাসর কোচ লুইস কাস্ত্রোও।
কিন্তু শেষ হাসি হেসেছেন রোনালদোই। অবশ্য তাতে আল ফাইহা গোলকিপারেরও ভুলের ‘অবদান’ আছে। ৮৬ মিনিটে রোনালদোকে বাতাসে ভাসানো পাস দিয়েছিলেন মার্সেলো ব্রোজোভিচ। ফাইহা গোলকিপার ভ্লাদিমির স্টোকোভিচ বলটি আগেভাগে ‘ক্লিয়ার’ করতে সামনে এগিয়েও এসেছিলেন। কিন্তু কিক নিতে গিয়েও বল ঠিকভাবে পায়ে লাগাতে পারেননি স্টোকোভিচ। বলটা পেয়ে আরামেই গোলটি করেছেন রোনালদো।
আল নাসরের হয়ে এ নিয়ে সর্বশেষ ৯ ম্যাচে ১০ গোল করলেন রোনালদো। ইউরোপে পাঁচবার চ্যাম্পিয়নস লিগজয়ী এবং এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা (১৪০) রোনালদো জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, ‘কী দারুণ রাত! আমরা পরবর্তী ধাপে উঠেছি। সমর্থনের জন্য ধন্যবাদ।’
prothomasha.com
Copy Right 2023