একের পর এক গুলিবিদ্ধদের আনা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। দুপুর দেড়টা পর্যন্ত অর্ধশতাধিক হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন পরিচালক বিগ্রেডিয়ার মো. তসলিম উদ্দিন। এদের মধ্যে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীর সঙ্গে পথচারীও রয়েছেনএ ছাড়া চট্টগ্রামের পটিয়া উপজেলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি মো. হাবিবুর রহমান।
আজ সকাল ১০টা থেকে আন্দোলনকারীরা নিউমার্কেট মোড়ে অবস্থান নেন। বেলা সাড়ে ১১টার দিকে সিটি কলেজ এলাকা থেকে গুলি চালায় সরকারদলীয়রা। এ সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর আন্দোলনকারীরা নিউমার্কেট ও রেয়াজউদ্দিন বাজারের আশপাশে অবস্থান নিলে পুলিশ তাদের ওপর গুলি, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে বলে অভিযোগ করছেন আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।একটি ভিডিওতে দেখা যায়, সিটি কলেজ রোডের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসের পেছন থেকে গুলি ছুড়ছে হেলমেট পরা এক লোক। তার পাশে থাকা আরেকজনকে ককটেল নিক্ষেপ করতে দেখা যায়।এদিকে, আজ সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পটিয়া মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী।
prothomasha.com
Copy Right 2023