গুগল ফটোজ ব্যবহার করে অনলাইনে ছবি ও ভিডিও সংরক্ষণ করা যায়। ফলে যেকোনো যন্ত্র থেকে এসব ছবি বা ভিডিও নামিয়ে ব্যবহার করা সম্ভব। গুগল ফটোজে সংরক্ষিত ছবি বা ভিডিও দিয়ে চাইলে হাইলাইট ভিডিও তৈরি করা যায়। গুগল ফটোজ অ্যাপ ব্যবহার করে হাইলাইট ভিডিও তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক।হাইলাইট ভিডিও তৈরির জন্য স্মার্টফোন থেকে গুগল ফটোজ অ্যাপে প্রবেশ করে ওপরে ডান দিকে ‘প্লাস’ আইকনে ট্যাপ করতে হবে।
এরপর পপআপ থেকে হাইলাইট ভিডিও অপশন নির্বাচন করে পরের পৃষ্ঠার নিচের দিকে থাকা ‘সিলেক্ট ফটোজ’ ট্যাপ করে ছবি বা ভিডিও নির্বাচন করতে হবে। এবার ওপরের ডান দিকে থাকা ‘ক্রিয়েট’ বাটনে ট্যাপ করার পর ‘মিউজিক’ আইকনে ক্লিক করে গান যোগ করতে হবে। এরপর নিচের দিকে থাকা ‘সেভ’ বাটনে ট্যাপ করলেই গুগল ফটোজ অ্যাপের গ্যালারিত হাইলাইট ভিডিও দেখা যাবে। পরবর্তী সময়ে ভিডিওটি অ্যাপ থেকে ডাউনলোড করে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে।
prothomasha.com
Copy Right 2023