সম্প্রতি নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট জেমিনিতে (সাবেক বার্ড) লিখিত প্রম্পট থেকে ছবি তৈরির সুযোগ চালু করেছে গুগল। ওই সময় গুগল জানিয়েছিল, জেমিনি চ্যাটবটের মাধ্যমে তৈরি করা ছবিতে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল জলছাপ যুক্ত করা হবে। ফলে খুব সহজেই কৃত্রিমভাবে তৈরি ছবিগুলো চেনা যাবে। এমনকি জেমিনি দিয়ে চাইলেও বিখ্যাত মানুষদের কৃত্রিম ছবি তৈরি করা যাবে না। ফলে এআই দিয়ে ভুয়া ছবি তৈরি করে সাইবার অপরাধের পরিমাণ কমবে। কিন্তু এরই মধ্যে রাস সিলবারম্যান নামের এক ব্যক্তি জেমিনির মাধ্যমে জনপ্রিয় মার্কিন গায়িকা টেলর সুইফটের কৃত্রিম ছবি তৈরি করেছেন।
খুদে ব্লগ লেখার ওয়েবসাইটে এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় জেমিনির মাধ্যমে তৈরি টেলর সুইফটের কৃত্রিম ছবি পোস্ট করেছেন সিলবারম্যান। তিনি জানান, জেমিনি চ্যাটবটের মাধ্যমে স্বর্ণকেশী এক নারীর কৃত্রিম ছবি তৈরি করতে চেয়েছিলেন তিনি। এ জন্য তিনি প্রম্পটে লিখেছিলেন, ফুটবল মাঠে লাল রঙের ফুটবল জার্সি গায়ে মাইক্রোফোন হাতে হট ডগ খাওয়া নারীর ছবি তৈরি করতে হবে। এই প্রম্পটের ভিত্তিতে চারটি ছবি তৈরি করে দেয় জেমিনি চ্যাটবট। যার মধ্যে টেলর সুইফটের ছবিও রয়েছে। ফলে জেমিনির মাধ্যমে ডিপফেক ছবি তৈরি করা যাবে না বলে গুগলের দাবি ভুল প্রমাণিত হয়েছে। তবে এ বিষয়ে গুগল এখনো কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, গুগলের হালনাগাদ ‘ইমাজেন টু’ মডেল ব্যবহার করে লিখিত প্রম্পট থেকে ছবি তৈরি করে দেয় জেমিনি চ্যাটবট। গুগলের তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে জেমিনির তৈরি করা ছবিতে ‘সিন্থআইডি’ নামের ডিজিটাল জলছাপ স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করা হয়। এর ফলে সহজে এআই দিয়ে তৈরি ছবিগুলো অন্য ব্যক্তিরা চিনতে পারবেন। প্রাথমিকভাবে ইংরেজি ভাষায় বার্তা লিখে জেমিনি চ্যাটবটে এআই ছবি তৈরি করা যায়।
সূত্র: ম্যাশেবল
prothomasha.com
Copy Right 2023