ফিলিস্তিনে গাজা উপত্যকার জাবালিয়ায় নিজেদের ট্যাঙ্কের গোলার আঘাতে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম বলছে, বুধবার (১৫ মে) ভুলবশত ইসরায়েলি ট্যাঙ্কের গুলিতে সৈন্যরা নিহত হয়। বুধবার জাবালিয়ায় যে পাঁচজন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে তারা সবাই প্যারাট্রুপারস ব্রিগেডের ২০২তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, সেনারা বুধবার ‘যুদ্ধে’ নিহত হয়েছে, তবে সেনাবাহিনী তাদের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।
তবে, একটি প্রাথমিক তদন্তে জানা গেছে যে, সৈন্যরা জাবালিয়া শরণার্থী শিবিরের একটি ভবন দখল করেছিল। এর কিছু দূরে কয়েকটি ইসরায়েলি ট্যাঙ্ক ওই এলাকায় অবস্থান নিয়েছিল। এই ট্যাংকগুলো ঐ ভবনে গোলা নিক্ষেপ করলে এই হতাহতের ঘটনা ঘটে। গোলার আঘাতে আরও সাতজন সৈন্য আহত হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। গত বছরের ২৭ অক্টোবরে স্থল অভিযান শুরুর পর থেকে গাজায় সামরিক অভিযানে ২৭৮ সেনা নিহত হয়েছে।
prothomasha.com
Copy Right 2023