দীর্ঘদিন ধরেই বড় রান পাচ্ছেন না ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে ৬ ইনিংসে মাত্র ১টি ফিফটি পেয়েছেন এই ব্যাটার। কোহলির ব্যাটিংয়ের এই ছাপ পড়েছে তার র্যাঙ্কিংয়েও। আইসিসি টেস্ট ব্যাটারদের মধ্যে ৮ ধাপ পিছিয়ে এখন ২২ নম্বরে আছেন কোহলি।
র্যাঙ্কিংয়ে কোহলির এমন দুরবস্থা গত ১০ বছরেও আসেনি। সবশেষ ২০১৪ সালের ডিসেম্বরের পর এই প্রথম র্যাঙ্কিংয়ের সেরা বিশের বাইরে গেলেন কোহলি। নিউজিল্যান্ড সিরিজে মোটে ৯৩ রান এসেছে কোহলির ব্যাটে। আর বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের ৫ ম্যাচে মাত্র একটি হাফ সেঞ্চুরি করেছেন ভারতের স্তম্ভ হিসেবে পরিচিত এই ব্যাটার।
র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। দুই ধাপ পিছিয়ে ২৬ নম্বরে তিনি। তবে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে দুইটি হাফ সেঞ্চুরি করা রিশাভ পান্ত। ম্যাচের প্রথম ইনিংসে ৬০ রান করার পর দ্বিতীয় ইনিংসে ৬৪ রান করেন পান্ত। তাতে ৫ ধাপ এগিয়ে এখন ছয় নম্বরে তিনি। ক্যারিয়ারসেরা পঞ্চম স্থান থেকে মাত্র ১ ধাপ দূরে এই উইকেটকিপার ব্যাটার। ২০২২ সালের জুলাইয়ে এই চূড়ায় উঠেছিলেন পান্ত। ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ৮২ ও ২১ রানের ইনিংস খেলে বড় লাফ দিয়েছেন কিউই ব্যাটার ড্যারিয়েল মিচেলও। ৮ ধাপ এগিয়ে বর্তমানে সপ্তম স্থানে এই তারকা।
র্যাঙ্কিংয়ে লাফ দিয়েছেন ভারতের শুভমান গিলও। মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে ৯০ রান করে ৪ ধাপ এগিয়ে ১৬তম স্থানে তিনি। ব্যাটারদের মধ্যে টেস্টে সবার ওপরে ইংল্যান্ডের জো রুট। ভারত সিরিজ না খেলেও দুই নম্বর স্থান ধরে রেখেছেন কেন উইলিয়ামসন।
মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শেষ টেস্টে দারুণ বোলিং করেছেন ভারতের রবীন্দ্র জাদেজা ও নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল। ম্যাচে ১০ উইকেট নেওয়া জাদেজা আট নম্বর থেকে ষষ্ঠ নম্বরে উঠেছেন। অন্যদিকে, ১১ উইকেট নিয়ে ম্যাচের সেরা এজাজ ১২ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ২২তম স্থানে আছেন। বোলিংয়ে সবার ওপরে কাগিসো রাবাদা, দুইয়ে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড।
prothomasha.com
Copy Right 2023