রাজধানীর খিলক্ষেত থানা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনরূপা এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় দায়ের মামলায় গ্রেপ্তার ৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক কারাগারে পাঠানোর এ আদেশ দেন।মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এনামুল হক খন্দকার আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন আবুল কাশেম সুমন, পার্থ বিশ্বাস, নূর মোহাম্মদ, হাসিবুল হাসান হিমেল, রবিন হোসেন দেওয়ান, মীর আজিজুল ইসলাম টুটুল ও মেহেদী হাসান হৃদয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী নারী তার স্বামীর সঙ্গে ঘুরতে বের হন। তারা খিলক্ষেত এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনরূপা এলাকায় গেলে সেখানে আবুল কাশেম ওরফে সুমন নামে পূর্বপরিচিত এক ব্যক্তির নেতৃত্বে সাতজনের দল তাদের অপহরণ করেন। পরে ভুক্তভোগী নারী ও তার স্বামীকে বনরূপা এলাকার ঝোপঝাড়ের ভেতরে নিয়ে যান দুর্বৃত্তরা।এ সময় স্বামীর কাছে ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তারা। মুক্তিপণের টাকা আনার জন্য স্বামীকে ছেড়ে দিলে তিনি বেরিয়ে এসে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন।
পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায়। পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা ঝোপঝাড়ের ভেতরে বারবার তাদের অবস্থান পরিবর্তন করতে থাকেন। ভোর চারটার দিকে পুলিশ সেখান থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে দুর্বৃত্তরা পালিয়ে যান।পরে মামলা হওয়ার পর খিলক্ষেতের আশপাশ থেকে গতকাল সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।
prothomasha.com
Copy Right 2023