খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি কেন্দ্রে পাহাড়ের একটি আঞ্চলিক দল প্রভাব বিস্তার করে ভোট প্রদান করতে পারে বলে অভিযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেন। মঙ্গলবার (২১ মে) দুপুরে মুঠোফোনে সাংবাদিকদের এই অভিযোগ করেন। কেন্দ্রগুলো হলো, রাঙ্গাপানি ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাঁতকুপ্পা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়। একই সাথে অন্যান্য কেন্দ্রেও আনারস প্রতীকের সমর্থকরা প্রভাব বিস্তার করছে বলেও জানান।
একটি কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে বেলা সাড়ে ১২টা থেকে আধা ঘণ্টা ভূয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহন বন্ধ রাখা হয়। মূলত আনারস ও মোটরসাইকেল প্রতীকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে ভোট গ্রহন বন্ধ রাখা হয়। দ্বিতীয় ধাপে খাগড়াছড়ির সদর, পানছড়ি ও দীঘিনাৱা উপজেলায় ভোট গ্রহন চলছে। মোট ২৯জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।
prothomasha.com
Copy Right 2023