অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের তথ্য বিভিন্ন ক্ষতিকর অ্যাপের মাধ্যমে বেহাত হতে পারে। অনেক সময় অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে বিভিন্ন ম্যালওয়ার ছড়ায়। ম্যালওয়ার ও লিংকে ক্লিক করার কারণে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে অন্য কেউ। আর এমনটি হলে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে যেতে পারে। সম্প্রতি ১২টি ক্ষতিকর অ্যাপের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইএসইটি।
হিন্দুস্তান টাইমস টেকের প্রতিবেদনে বলা হয়, ক্ষতিকর ১২ অ্যাপ ম্যালওয়্যার ছড়াচ্ছে। আরও উদ্বেগের বিষয় হলো, ১২ অ্যাপের অন্তত ৬টি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। তাই অ্যাপ ডাউনলোড ও ইনস্টলের বিষয়ে সাবধান হতে বলেছেন সাইবার নিরাপত্তা গবেষকেরা।
মোবাইল ফোনে ক্ষতিকর এমন ১২টি অ্যাপের একটি তালিকা প্রকাশ করেছে ইএসইটি। এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর কন্টাক্ট লিস্ট, মেসেজ, ফাইল, ডিভাইসের লোকেশন ও ইনস্টল থাকা অন্য অ্যাপের তালিকা সম্পর্কিত ডেটা সংগ্রহ করতে পারবে।
ক্ষতিকর ১২ অ্যাপ:
রাফাকাট (Rafaqat)
প্রাইভি টক (Privee Talk)
মিট মি (MeetMe)
লেট’স চ্যাট (Let's Chat)
কুইক চ্যাট (Quick Chat)
চিট চ্যাট (Chit Chat)
হ্যালো চ্যাট (Hello Chat)
উওহু (YohooTalk)
টিক টক (TikTalk)
নিডাস (Nidus)
গ্লো চ্যাট (GlowChat)
ওয়েভ চ্যাট (Wave Chat)
prothomasha.com
Copy Right 2023