ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ক্যানসারে আক্রান্ত হয়েছেন। ইতোমধ্যে তার চিকিৎসা শুরু হয়েছে। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এক বিবৃতিতে সোমবার (৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বাকিংহাম প্যালেস বলেছে, রাজার সাম্প্রতিক প্রোস্টেট চিকিৎসার সঙ্গে ক্যানসারের কোনো সম্পর্ক নেই। তবে ৭৫ বছর বয়সী রাজা কী ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছেন, তা জানানো হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, গত মাসে প্রোস্টেট বেড়ে যাওয়ায় রাজা তৃতীয় চার্লসের চিকিৎসার সময় উদ্বেগজনক পৃথক একটি জটিলতার কথা উল্লেখ করা হয়েছিল। পরে ডায়াগনস্টিক পরীক্ষায় ক্যানসারের একটি রূপ শনাক্ত হয়েছে।
বাকিংহাম প্যালেসের বিবৃতিতে বলা হয়, ‘রাজার আজ নিয়মিত চিকিৎসার সময়সূচি নির্ধারিত ছিল। চিকিৎসকরা তাকে জনসাধারণের মুখোমুখি হতে হয় এমন দায়িত্ব পালন থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। এ সময়ে রাজা যথারীতি রাষ্ট্রীয় বিষয় ও সরকারি কাগজপত্র গ্রহণ করতে পারবেন।’ বিবৃতিতে আরও বলা হয়, রাজা তৃতীয় চার্লস তার চিকিৎসার বিষয়ে সম্পূর্ণ ইতিবাচক রয়েছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব নিজের সম্পূর্ণ দায়িত্বে ফিরে আসার প্রত্যাশা করেছেন।
prothomasha.com
Copy Right 2023