আইপিএলের এলিমিনেটর ম্যাচে আজ বুধবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে এই ম্যাচ। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে গতকাল মঙ্গলবার অনুশীলন করার কথা ছিল বেঙ্গালুরুর। তবে কোহলির ওপর হামলার শঙ্কায় বাতিল করা হয় এই অনুশীলন। আজ কলকাতাভিত্তিক গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতের আরেকটি সংবাদমাধ্যম এনডিটিভি। আহমেদাবাদের গুজরাট কলেজ গ্রাউন্ডে অনুশীলন করার কথা ছিল বেঙ্গালুরুর।
প্রতিবেদনে আরও বলা হয়, নিরাপত্তার কথা মাথায় রেখে ম্যাচের আগে সংবাদ সম্মেলনও করেনি ফ্র্যাঞ্চাইজিটি। গুজরাট পুলিশ ইঙ্গিত দিয়েছে, অনুশীলন সেশন এবং প্রেস কনফারেন্স বাতিলের পেছনে প্রাথমিক কারণ ছিল কোহলির নিরাপত্তা। পুলিশ আরও জানায়, জঙ্গি সন্দেহে আহমেদাবাদ থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা বিজয় সিংহ জাওলা বলেছেন, ‘আহমেদাবাদে পৌঁছানোর পর এই গ্রেপ্তারের বিষয়টি জেনেছেন কোহলি। তিনি আমাদের জাতীয় সম্পদ এবং তার নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
জাওলা আরও বলেছেন, ‘আরসিবি ঝুঁকি নিতে চায়নি। তারা আমাদের জানিয়েছে অনুশীলন সেশন করা হবে না। এ ব্যাপারে রাজস্থান রয়্যালসকেও জানানো হয়েছে। কিন্তু অনুশীলন চালিয়ে যেতে তাদের কোনো সমস্যা নেই।’ এদিকে, আরসিবির টিম হোটেলে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। এমনকি আইপিএলের স্বীকৃত কর্মকর্তাদেরও হোটেলে ঢুকতে দেওয়া হচ্ছে না। রাজস্থান রয়্যালসকে অনুশীলন মাঠে পৌঁছোতে একটি 'সবুজ করিডোর' তৈরি করা হবে বলেও জানা গেছে।
তবে রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল এবং রিয়ান পরাগের মতো খেলোয়াড়রা অনুশীলনের পরিবর্তে হোটেলেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। দেরি করে অনুশীলন মাঠে পৌঁছেছেন রাজস্থান অধিনায়ক সাঞ্জু স্যামসন। আজ ম্যাচেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
prothomasha.com
Copy Right 2023