বন্যাদুর্গত এলাকায় লাখ লাখ মানুষ আজ পানিবন্দী হয়ে আছে। এছাড়াও মানুষের পাশাপাশি এলাকার পোষা প্রাণীগুলিও বন্দী হয়ে আছে। এসব পোষা প্রাণীদের মধ্যে কুকুর ও বিড়ালের সংখ্যা সবচেয়ে বেশি। তাই মানুষের পাশাপাশি উদ্ধার তৎপরতায় সুযোগ থাকলে কুকুর–বিড়ালও উদ্ধারের আকুতি জানিয়েছেন অভিনেতা নিলয় আলমগীর।
আকস্মিক বন্যার অন্তত ১১ জেলা মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলাগুলো। সেসব এলাকায় মানুষের পাশাপাশি পোষা প্রাণীগুলিও অস্বাভাবিক বিপদের মাঝেই দিনরাত পার করছে। এরই মধ্যে অনেক ভিডিও ও ছবি ফেসবুকে প্রকাশ পাচ্ছে।এ প্রসঙ্গে নিলয় তার ফেসবুক পোস্টে লিখেছেন, মানুষ যেখানে মরে যাচ্ছে, সেখানে কুকুর–বিড়াল নিয়ে ভাবার সময় কই? এটাই হয়তো বলছে সবাই।
কিন্তু বাড়ির সবাইকে যখন উদ্ধার করে কুকুরটাকে রেখে যায়, তখন কুকুরটার কেমন লাগতে পারে। কুকুর তো দুধ দেয় না, ডিম দেয় না। কিন্তু কুকুরেরও তো বাঁচার অধিকার আছে।নিলয়ের এমন পোস্টে তার ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও এ অভিনেতা উদ্ধারকারীদের উদ্দেশে লিখেছেন, উদ্ধারকারী ভাই ও বোনেরা, কুকুর–বিড়ালের ব্যাপারটাও একটু দেখবেন, প্লিজ।
prothomasha.com
Copy Right 2023