রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গঙ্গারাম এলাকার কাচালং নদীতে গোসল করতে নেমে নিখোঁজ গঙ্গারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী জয়ন্তী চাকমার (৮) মরদেহ স্থানীয়দের সহায়তায় ১৬ ঘণ্টা পর ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার (২৮ এপ্রিল) ভোরে নদীর ঘাটে তার মরদেহ ভেসে উঠে।
সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (২৭ এপ্রিল) দুপুরে জয়ন্তী চাকমা কৃষ্ণা মায়ের সঙ্গে কাচালং নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায়। নিখোঁজের সংবাদ পেয়ে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি। পরে রোববার ভোরে তার মরদেহটি নদীর ঘাটে ভেসে উঠলে পরিবারের সদস্যরা মরদেহটি উদ্ধার করে। জয়ন্তী চাকমা সাজেক গঙ্গারাম এলাকার মিশন চাকমার মেয়ে।
এদিকে জয়ন্তী চাকমার মরদেহ উদ্ধারের পর তার পরিবারসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার শিশু জয়ন্তীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এবং তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
prothomasha.com
Copy Right 2023