পর্দা
এই তালিকার প্রথমেই থাকবে পর্দা। ভ্যানের ওপর শত শত রঙিন পর্দার পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। সেসবের সঙ্গী হয়েছে বিছানার চাদর, বালিশের কভার, কুশন ইত্যাদি। কম দামে প্রিন্টের সুন্দর পর্দা কিনতে হলে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে ঘুরে আসতেই পারেন। প্রতি পিস পর্দার দাম ২৫০ থেকে ৫০০ টাকা।
কাপড়ের মান, কুঁচির সংখ্যার ওপর নির্ভর করে এর দাম। সুতি, লিনেন, ভয়েল, সিনথেটিক বা নেটের পর্দাও মিলবে। একরঙা, গামছা প্রিন্ট, ব্লক, টাই-ডাই বা স্ক্রিনপ্রিন্টের পর্দাও মিলবে। তবে সুতি কাপড়ের ‘আড়ং প্রিন্ট’-এর পর্দার চাহিদাই সবচেয়ে বেশি। অন্যদিকে আকৃতি ও মানভেদে বিছানার চাদরের দাম পড়বে ৪০০ থেকে ৮০০ টাকা।
সিরামিকের জিনিসপত্র
কৃষি মার্কেটে একটি গলিই রয়েছে, যেখানে মিলবে ভ্যানভর্তি সিরামিকের তৈজসপত্র। প্রায় সব ভ্যানের সংগ্রহ আর দাম কাছাকাছি। তবে ভাই ভাই কালেকশন বা ইবরুন সিরামিকসের মতো কিছু দোকানের সংগ্রহ আরও সমৃদ্ধ। প্রায় সব মগের দাম ১০০ থেকে ২০০ টাকার ভেতর। ছোট, বড় আর মাঝারি আকৃতির তিনটি সার্ভিং ডিশের দাম পড়বে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা।
কিছু ডিশ সেট ছাড়া সিঙ্গেলও কিনতে পারবেন। ৬টি বাটি আর ১টি বড় বাটির ফিরনি সেটের দাম ৮০০ টাকা। স্যুপ সেটের দামও কাছাকাছি। টি-পট, সুগার পট, মিল্ক পট, হ্যান্ডওয়াশের কৌটা মিলে যাবে ২০০ থেকে ২৫০ টাকার ভেতরে। মাছ বা পাতার শেপ, ডায়মন্ড কাট বা মার্বেল কোটের চার কোনা অথবা গোল সিরামিকের বাটিগুলো কিনতে পারবেন ৩০০ টাকার ভেতরেই। ৮০০ থেকে হাজারের ভেতরেই মিলবে বিভিন্ন নকশার ৬টি কাপ আর ৬টি পিরিচ।