ঝিনাইদহের শৈলকুপা থানার ওসিকে ‘গলায় গামছা বেঁধে’ বিতাড়িত করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজমের বিরুদ্ধে।শুক্রবার (৭ জুন) ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারের সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র আজম ওসি সফিকুল ইসলামকে এমন হুমকি দেন।
পৌর মেয়রের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বক্তব্যের একপর্যায়ে মেয়র জানান, এই দুর্নীতিবাজ ওসি সন্ত্রাস করছে। আমরা চাই, অতিসত্বর দুর্নীতিবাজ ওসি এখান থেকে চলে যাক। তা না হলে গলায় গামছা বেঁধে তাকে আমরা বিতাড়িত করব।এ বিষয়ে জানতে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মেয়রের বক্তব্য সমর্থন করতে পারছি না। হাজার হাজার নেতাকর্মীর সামনে সরকারের একজন গুরুত্বপূর্ণ পুলিশ কর্মকর্তাকে এভাবে হেনস্তা করা তার ঠিক হয়নি।শৈলকুপা ও হরিণাকুন্ডু সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মণ জানান, ওসির কোন ঘটনার প্রেক্ষিতে পৌর মেয়র এমন কথা বললেন বা তিনি ক্ষুব্ধ হলেন তা জানা নেই। তবে জনসম্মুখে এভাবে বলা তার মতো মানুষের ঠিক হয়নি।অভিযোগের বিষয়ে জানতে শৈলকুপা থানার ওসি সফিকুল ইসলাম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি।
prothomasha.com
Copy Right 2023