ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড নিয়ে ফুঁসে উঠেছে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার মানুষ।প্রায় প্রতিদিনই মানববন্ধন ও কর্মসূচি চলমান রয়েছে। এসব মানববন্ধন সমাবেশ থেকে বলা হচ্ছে, এমপি আনার গুম, নাকি হত্যার শিকার হয়েছে? তারা এর মূল রহস্যে উন্মোচনসহ যড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানিয়ে আসছেন।এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকাল ৯টায় কালীগঞ্জে শহরের সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ওই বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাসহ ছাত্রীরা ব্যানার ফেস্টুন নিয়ে যড়যন্ত্রকারীদের বিচার দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, এমপি আনার কি আসলেই হত্যার শিকার, নাকি গুম হয়েছেন? আমরা গণমাধ্যমের বরাতে জেনেছি প্রিয় নেতা এমপি আনার হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের এক নেতা আটক হয়েছেন। এছাড়াও জেলার আরও অনেকেই সম্পৃক্ততাও থাকতে পারে। নৃশংস ওই হত্যাকাণ্ড যড়যন্ত্রের সঙ্গে কালীগঞ্জেরও কেউ কেউ জড়িত থাকতে পারে। বক্তরা আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাদের অভিভাবক। তিনি কোনো অন্যায়কারীকে ছাড় দিবেন না। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে আমাদের দাবি, অবিলম্বে এমপি হত্যাকাণ্ডে সকল যড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনসহ আইনের আওতায় আনতে হবে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিবলী নোমানী, কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তার যুথি ও পরিচালনা পর্ষদের সদস্য ওমেদুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গৌত্তম বিশ্বাস প্রমুখ।এদিকে, আজ বিকেলে ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার নলডাঙ্গা বাজারেও আরও একটি মানববন্ধন হবে বলে জানা গেছে।
prothomasha.com
Copy Right 2023