পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে নতুন করে ঘুষের অভিযোগ আনা হয়েছে। আজ মঙ্গলবার রাওয়ালপিন্ডির অ্যাকাউন্টিবিলিটি কোর্ট তাদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত করেন।আদিয়ালা জেলে এই মামলার শুনানি পরিচালনা করেন বিচারক নাদির জাভেদ। শুনানিতে আদালত জানান, মোট ৫৮ জন স্বাক্ষীর বয়ান রেকর্ড করা হবে। ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ তদন্ত শুরু করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিট ব্যুরো (ন্যাব)। আদালত কক্ষে ইমরান ও বুশরার উপস্থিতিতে চার্জশিট পড়েন নাদির জাভেদ। সেসময় (ন্যাব) এর ডেপুটি প্রসিকিউটর সরদার মুজাফফর আব্বাসি উপস্থিত ছিলেন।
ন্যাবের অভিযোগে বলা হয়, ২০১৮ সালে ক্ষমতায় থাকাকালে ইমরান খান ও বুশরা বিবি বেসরকারি কল্যাণ সংস্থা আল-কাদির ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন। সিকিউটররা বলেছেন, ট্রাস্টটি ইমরান খানের পক্ষে রাজধানী ইসলামাবাদের বাইরের একটি জেলায় ৬০ একর (২৪ হেক্টর) জমি এবং রাজধানীতে তার বাসভবনসংলগ্ন পাহাড়ের চূড়ার কাছে আরেকটি বড় জমি রিয়েল এস্টেট ডেভলপার মালিক রিয়াজ হুসেনের কাছ থেকে ঘুষ হিসেবে লিখে নিয়েছিল। রিয়াজ হুসেন পাকিস্তানের অন্যতম ধনী এবং প্রভাবশালী ব্যবসায়ী। বিচারক ইমরান খানকে জিজ্ঞাসা করেন তিনি এই অভিযোগে দোষী কি না। ইমরান বলেন, ‘আমি জানি এই চার্জশিটে কী লেখা আছে, আমি তাহলে কেন এটা পড়ে দেখবো।’ ইমরান ও তার স্ত্রী দুজনেই এই অভিযোগ অস্বীকার করেছেন।
prothomasha.com
Copy Right 2023