বৈষম্যবিরোধী আন্দোলন গেল আগস্টে রূপ নেয় সরকারবিরধী আন্দোলনে। ছাত্র-জনতার তোপের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের উপদেষ্টা হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কও। তারা হলেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এদিকে, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলামের বসবার ঢাকার খিলগাঁও দক্ষিণ বনশ্রীতে। এর ঠিক কাছাকছি বসবাস করেন মডেল-অভিনেত্রী নায়লা নাঈম। সমন্বয়কের বাড়তি নিরাপত্তার কারণে বিপাকে পড়েছেন তিনি! যা নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন আইটেম গার্ল’খ্যাত এই অভিনেত্রী।
ফেসবুকে নায়লা নাঈম লিখেছেন, ‘আমি আছি আর এক প্যারায়। সমন্বয়ক নাহিদ ইসলাম আর আমাদের বাসা কাছাকাছি। উনার অতিরিক্ত সেফটি মেইনটেইন করার জন্য বাসায় যাইতেও জ্যাম, বাহির হইতেও জ্যাম। জ্যাম খাই ২ বেলা।’
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে নায়লা নাঈম বলেন, ‘এটা মজা করে লিখেছি এর বেশি কিছু না। মূলত, আমার বাড়ির সামনের রাস্তা খানা-খন্দে ভরা। রাস্তার অবস্থা বেহাল। একটুতেই সেখানে পানি জমে যায় আর যানজট সৃষ্টি হয়। এজন্যই প্যারার মধ্যে আছে কথাটি লিখেছি।’
তিনি আরও বলেন, ‘একজন উপদেষ্টাকে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে- এটাই স্বাভাবিক। এ নিয়ে আমার বা আমাদের আশপাশের কারও কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো ওই একটাই- জ্যাম। রাস্তাটা ঠিক হলে এর সমাধন হবে।’
মডেলিং ও অভিনয় থেকে দূরে থাকার প্রসঙ্গে নায়লা নাঈম বলেন, ‘এখন পরিবার নিয়ে ব্যস্ত আছি। কিছুদিন আগে বাবা স্ট্রোক করেছে। আমার ভাই দেশের বাইরে থাকেন। ফলে বাসার সকল দায়িত্ব এখন আমার ওপর। তাই আপাতত পরিবারকে সময় দেওয়া ছাড়া আর কোনো কাজ করার সুযোগ নেই।’
prothomasha.com
Copy Right 2023