প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ৫:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৪, ৯:৪৫ পূর্বাহ্ণ
এখনো ‘জয়ের বন্ধুর’ কবজায় যশোর সফটওয়্যার পার্ক
যশোরের সফটওয়্যার পার্কটি এখনো পরিচালনা করছে ‘টেকসিটি’ নামের বাণিজ্যিক প্রতিষ্ঠান। এটি পতিত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বন্ধু পরিচয়দানকারী তথ্য-প্রযুক্তি খাতের অন্যতম অলিগার্ক (লুটেরা) ওয়াহেদ শরীফের মালিকানাধীন। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আইসিটি বিভাগ টেকসিটির কাছ থেকে পার্কটি ‘উদ্ধারের’ সিদ্ধান্ত নেয়। কিন্তু দুই মাস পার হলেও সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি।
হাসিনা সরকারের বিদায়ে ‘লুটেরা কম্পানি’ টেকসিটি কোণঠাসা হয়ে পড়লেও কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় লুটেরারা আবার পার্কে অবস্থান সংহত করার চেষ্টা করছে। এতে ক্ষুব্ধ স্থানীয় উদ্যোক্তারা। সূত্র জানায়, টেকসিটির ব্যবস্থাপনা এখনো ‘জয়ের বন্ধুর’ কবজায় যশোর সফটওয়্যার পার্কপরিচালক বিতাড়িত সরকারের সময় ওয়াহেদ শরীফের মালিকানাধীন ‘ডিজিকন’ নামের প্রতিষ্ঠানটি তথ্য-প্রযুক্তি খাতে একচেটিয়া প্রভাব বিস্তার ছাড়াও গুরুতর অনিয়মে জড়িত ছিল। কিন্তু ওয়াহেদ শরীফ নিজেকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বন্ধু পরিচয় দিয়ে তথ্য-প্রযুক্তি খাতে দিনকে রাত করতে পারতেন।
prothomasha.com
Copy Right 2023