বসুন্ধরা সিটি শপিং মলের ইনচার্জ মহসিন করিমের পদত্যাগের একদফা দাবিতে বিক্ষোভে নেমেছেন সেখানকার ব্যবসায়ী ও দোকানকর্মীরা।আজ বুধবার সকাল থেকে রাজধানীর পান্থপথ সিগন্যাল থেকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় এবং পান্থপথমুখী পুরো সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন তারা।
এর আগে ১৯ আগস্ট পান্থপথে রাস্তা অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করছেন বসুন্ধরা সিটির দোকান মালিক-কর্মচারীরা। মার্কেটের ইনচার্জের পদত্যাগ ও দোকানের ভাড়া কমানোর দাবি জানান তারা।বিক্ষোভকারীরা দাবি করেন, সরকারিভাবে বেজমেন্টে কোনো অনুমতি না থাকায় তারা লাইসেন্স–সংক্রান্ত কোনো কাজে সরকারি দপ্তরে গেলে ঝামেলা পোহান। কোনো কিছু নিয়ে প্রতিবাদ করতে পারতেন না। মার্কেট ইনচার্জ মহসিন করিমের কাছে কোনো সমস্যার কথা বলা যেত না। তিনি দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন এবং খারাপ ব্যবহার করতেন।
prothomasha.com
Copy Right 2023