টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে বিশাল সংগ্রহের আভাস দিয়েছিলেন দুই আফগান ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজ। কিন্তু শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে সংগ্রহটা পাহাড়সম হতে দেননি উগান্ডার বোলাররা। ব্যাট হাতে অবশ্য লড়াই জমাতে পারল না আইসিসির সহযোগী দেশটি। ফজলহক ফারুকির বোলিং তোপে করতে হলো অসহায় আত্মসমর্পণ। আফ্রিকার দেশটিকে বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল আফগানিস্তান।
আফগানদের সর্বোচ্চ রানের জয়টি এসেছিল ২০২১ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি ১৩০ রানে জিতেছিল আফগানিস্তান।
রহমানউল্লাহ করেন ৪৫ বলে ৪টি করে ছক্কা-চারে ৭৬ রান। ইব্রাহিমের ব্যাট থেকে আসে ৪৬ বলে ৯টি চার ও ১ ছক্কায় ৭০ রানের ইনিংস। পরে দুর্দান্ত বোলিংয়ে ৪ ওভারে স্রেফ ৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে উগান্ডাকে একাই ধ্বসিয়ে দেন ফারুকি। টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ সেরা বোলিং এটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ৫ উইকেট শিকারের দিনে ম্যাচ সেরার খেতাবও জিতে নিয়েছেন এই পেসার।নিজের প্রথম ওভারেই টানা দুই বলে দুটি শিকার ধরেন ফারুকি। দ্বিতীয় স্পেলে আসেন ১৩তম ওভারে। নিজের সেই তৃতীয় ওভারের প্রথম দুই বলেই তুলে নেন দুই উইকেট। শেষ বলে নেন আরেকটি।
প্রথম স্পেলের সময় তার সাথে উইকেট শিকার উৎসবে যাগ দেন নাভিন-উল-হক। ২৫ বছর বয়সী এই পেসারও এক ওভারে দুটি শিকার ধরলে ১৮ রানে ৫ উইকেট হারায় উগান্ডা।এরপর রিয়াজাত আলি শাহ (৩৪ বলে ১১) ও রবিনসন ওবুয়া (২৫ বলে ১৪) ৪৫ বলে ২৯ রানের জুটিতে আফগানদের জয় উৎসব দেরি করিয়ে দেন। এই দুজন ছাড়া দলের কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। রিয়াজাতকে বোল্ড করে ফারুকিই ভাঙেন এই জুটি। টানা দুই বলে শেষ দুই উইকেট তুলে নিয়ে উগান্ডাকে গুটিয়ে দেন রশিদ খান।
এর আগে আগানিস্তানের দুই ওপেনার রহমানউল্লাহ ও ইব্রাহিম গড়েন ১৪.৩ ওভারে ১৫৪ রানের জুটি, যা টি-টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি। সব মিলিয়ে বিশ্বকাপেও দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটি এটি। সর্বোচ্চ ওপেনিং জুটি এসেছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। ভারতের বিপক্ষে সেমিফাইনালে জস বাটলার ও অ্যালেক্স হেলস মিলে গড়েছিলেন ১৭০ রানের জুটি।
আফগানিস্তানের ইনিংসে দুই ওপেনার ফেরার পর আর কেউই দাড়াতে পারেননি। মোহাম্মদ নবি ১৬ বল খেলে করেন ১৪ রান। বাউন্ডারি নেই একটিও। ৮৮ বলে ১৫৪ রানের উদ্বোধনী জুটি পেয়েও তাই আফগানিস্তান করতে পারে ৫ উইকেটে ১৮৩ রান। শেষ ৬ ওভারে তারা তুলতে পারে স্রেফ ৩১ রান। উইকেট হারায় ৫টি। এই ছয় ওভারে কোনো বাউন্ডারিও মারতে পারেনি তারা।তাতে অবশ্য জয় পেতে কোনো সমস্যা হয়নি। ‘স্কুলের প্রথম দিনেই’ কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া উগান্ডা বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার ভোরে এই মাঠেই পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে। আগামী শনিবার ভোরে একই মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে আফগানিস্তান।
সংক্ষিপ্ত স্কোর:
আফগানিস্তান: ২০ ওভারে ১৮৩ / ৫ (গুরবাজ ৭৬, জাদরান ৭০, নবী ১৪ *; কিয়েউতা ৪-০-২৫-২, মাসাবা ৪-০-২১-২, রামজানি ৪-০-৩৩-১)
উগান্ডা: ১৬ ওভারে ৫৮ / ১০ (ওবুয়া ১৪, রিয়াজাত ১১; ফারুকি ৪-০-৯-৫, নাভিন-উল-হক ২-০-৪-২, রশিদ ৪-০-১২-২)
ফল: আফগানিস্তান ১২৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ফজলহক ফারুকি (আফগানিস্তান)।
prothomasha.com
Copy Right 2023