প্রতিবারের মত এবারের ঈদেও নাগরিক টেলিভিশনে থাকছে তারকাসমৃদ্ধ, ব্যয়বহুল ও জমজমাট সব সিনেমা। আকর্ষণীয় গল্পের এসব সিনেমা পরিচালনা করেছেন স্বনামধন্য নির্মাতারা। জানা গেছে, এই ঈদে বিগত কয়েক বছরের সফল সিনেমাগুলোর প্রদর্শনী হবে নাগরিকের পর্দায়। দর্শকদের জন্য ভিন্ন ভিন্ন স্বাদের মোট ২৯টি সিনেমা প্রচার হবে ৭ দিন জুড়ে। এই আয়োজনে প্রতিদিন ৪টি করে সিনেমা দেখতে পাবেন দর্শকরা।নাগরিকের এবারের ঈদ আয়োজনে যেমন আছে ঢালিউডের বরপুত্র শাকিব খানের একাধিক সিনেমা। ঠিক তেমনই মান্না, মৌসুমী, শাবনূর, পূর্ণিমা, সাহারা, অপু বিশ্বাসদের সিনেমাও ঠাঁই পেয়েছে এই তালিকায়। দেশের তারকাদের সঙ্গে ওপার বাংলার একজন তারকার সিনেমাও রয়েছে এই ঈদে।চ্যানেলটির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘ঈদ উৎসবে বরাবরই নাগরিকের অনুষ্ঠানমালা সাজানো হয় ভিন্ন আঙ্গিকে। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকছে। তারকাসমৃদ্ধ একঝাঁক সিনেমা দিয়ে সাজানো হয়েছে এবারের ঈদ আয়োজন। আশা করছি, দর্শকদের ঈদের আনন্দ আরও কয়েকগুণে বাড়িয়ে তুলতে সক্ষম হবে নাগরিকের এই আয়োজন। দর্শক বেশ উপভোগ করবেন এবং নাগরিকের সঙ্গেই থাকবেন।’চ্যানেলটির পক্ষ থেকে জানানো হয়, ঈদের দিন দুপুর ২টা ১০ মিনিটে নাগরিকের পর্দায় দর্শকরা দেখতে পাবেন শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘ফুল এন্ড ফাইনাল’। বিকেল ৪টায় ‘মিশন এক্সট্রিম’ উপভোগ করতে পারবেন দর্শক। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও জান্নাতুল ঐশী। এছাড়া রাত ১২টায় দিনের শেষ সিনেমা উপভোগ করবেন দর্শক। এ সময় প্রদর্শিত হবে সালমাান শাহ ও শাবনূরের ‘স্বপ্নের বাসর’ সিনেমাটি।ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টায় দর্শকরা নাগরিকের পর্দায় উপভোগ করবেন ‘ও প্রিয়া তুমি কোথায়’ সিনেমাটি। এতে অভিনয় করেছেন শাকিব খান ও শাবনূর। দুপুর ১টায় প্রদর্শিত হবে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-২’। এতে অভিনয় করেছেন শাকিব খান ও জয়া আহসান। বিকাল ৪টায় দেখা যাবে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘মন যেখানে হৃদয় সেখানে’। সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘মাই নেম ইজ খান’। এছাড়া রাত ১২টায় দিনের শেষ সিনেমা হিসেবে থাকছে সালমাান শাহ-শাবনূর অভিনীত ‘স্বপ্নের ঠিকানা’।ঈদের তৃতীয় দিন সকাল ৭টায় দেখা যাবে শাকিব খান ও পপি অভিনীত ‘বস্তির রানী সুরিয়া’। সকাল ১০টায় দর্শক নাগরিকের পর্দায় উপভোগ করবেন ‘মা আমার স্বর্গ’ সিনেমাটি। এতে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস। দুপুর ১টায় আশিক ও আচল অভিনীত ‘হৃদয় দোলানো প্রেম’ সিনেমাটি প্রদর্শিত হবে। বিকেল ৪টায় থাকছে সিয়াম আহমেদ ও পূজা চেরী অভিনীত ‘শান’। এছাড়া রাত ১২টায় রয়েছে শাকিব খান ও কেয়া অভিনীত ‘রাজধানীর রাজা’ সিনেমাটি।ঈদের চতুর্থ দিন সকাল ১০টায় দর্শক নাগরিকের পর্দায় উপভোগ করবেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী রচনা ব্যানার্জির সিনেমা ‘ওরা দালাল’। দুপুর ১টায় শাকিব খান ও শাবনূর অভিনীত ‘সবার উপরে প্রেম’ সিনেমাটি উপভোগ করবেন দর্শক। আর বিকেল ৪টায় রয়েছে শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘হিরো দ্য সুপারস্টার’। এছাড়া রাত ১২টায় দেখা যাবে শাকিব খান ও শাবনূর অভিনীত সিনেমা ‘দুশমন দরদী’।
ঈদের পঞ্চম দিন সকাল ১০টায় থাকছে শাকিব খান ও সাহারা অভিনীত সিনেমা ‘নষ্ট ছাত্র’। দুপুর ১টায় দেখা যাবে শাকিব খান ও শাবনূর অভিনীত ‘ভালোবাসার দুশমন’। বিকেল ৪টায় দেখা যাবে শাকিব খান ও অপু বিশ্বাসের ‘সাহেব নামের গোলাম’। এছাড়া রাত ১২টায় দিনের শেষ সিনেমা হিসেবে থাকছে শাকিব খান ও শাবনূর অভিনীত ‘স্ত্রীর মর্যাদা’।ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টায় দর্শকরা নাগরিকের পর্দায় উপভোগ করবেন মান্না ও পূর্ণিমা অভিনীত ‘মাস্তানের উপর মাস্তান’ সিনেমাটি। দুপুর ১টায় থাকছে শাকিব খান ও শাবনূর অভিনীত ‘প্রেম সংঘাত’। বিকেল ৪টায় শাকিব খান ও অপু বিশ্বাস অভিনীত ‘লাভার নাম্বার ওয়ান’। এছাড়া রাত ১২টায় রয়েছে শাকিব খান ও সাহারা অভিনীত ‘ভাড়াটে খুনি’।ঈদের সপ্তম দিন সকাল ১০টায় নাগরিকের পর্দায় থাকছে সালমান শাহ ও মৌসুমী অভিনীত সিনেমা ‘অন্তরে অন্তরে’। দুপুর ১টায় রয়েছে শাকিব খান ও নদী অভিনীত ‘সাত খুন মাফ’। বিকেল ৪টায় প্রদর্শিত হবে সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘প্রেম পিয়াসি’। এছাড়া রাত ১২টায় দিনের শেষ সিনেমা হিসেবে থাকছে শাকিব খান ও সাহারা অভিনীত ‘রুখে দাড়াও’।
prothomasha.com
Copy Right 2023