চলতি সপ্তাহে শীর্ষ এক কমান্ডার নিহতের ঘটনায় ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চল থেকে এ হামলা চালানো হয়।আল আরাবিয়া সূত্রে জানা গেছে, ইরান সমর্থিত এই গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি শত্রুদের লক্ষ্য করে একাধিক ‘কাতিউশা রকেট’ হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে, রকেট হামলার পরই ইসরায়েল বিমানবাহিনী হিজবুল্লাহ যে স্থান থেকে হামলা চালিয়েছে সেখানে পাল্টা হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় চার সিরিয়ান নিহত হয়েছে। গত অক্টোবর গাজায় হামলার পর থেকে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, নিহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি। এজন্য তাদের ডিএনএ পরীক্ষা করা হবে। এছাড়া এ হামলায় আরও পাঁচ লেবানিজ আহত হয়েছে। জরুরি সেবা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিহতদের মধ্যে কৃষক ও শ্রমিক রয়েছে এবং তারা একই পরিবারের সদস্য।
গত মঙ্গলবার বিকালে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর নিহত হয়। এর প্রতিক্রিয়ায় ইসরায়েলে একাধিক রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটির প্রধান হাসান নাসরুল্লাহ বলেছেন, শুক্রবার সকাল থেকে আবারও হামলা শুরু হবে।
prothomasha.com
Copy Right 2023