ভারতের জনপ্রিয় সংগীত রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’র নতুন সিজনে অংশ নিয়েছিলেন ঢাকার গায়ক জাহিদ অন্তু। গেল ১৮ জুলাই কলকাতার মহাত্মা গান্ধী রোডের পিবি একাডেমিক স্কুল ভেন্যুতে বাছাই পর্বের অডিশন দেন তিনি।এদিকে, সনি লাইভ’র ওয়েবসাইটে ‘ইন্ডিয়ান আইডল’র অংশগ্রহণের জন্য যে শর্তাবলী দেওয়া আছে, সেখানে বলা হয়েছে ভারতীয় নাগরিকত্ব না থাকলে এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন না।
অবশেষে গতকাল রবিবার গায়ক জানান, বাছাই পর্বে উত্তীর্ণ হলেও শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি তার। তৃতীয় ধাপের বাছাইয়ে বাদ পড়েন ঢাকার অন্তু।অন্তুর কথায়, ‘গতকাল তারা কলে করে আমাকে বাদ দেওয়ার কথাটি জানায়।’
সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ‘প্রথম রাউন্ডে ৭০০ থেকে ৮০০ জন প্রতিযোগী ছিল। সেখান থেকে বাছাই করে দ্বিতীয় রাউন্ডে ১২০-১৩০ জন প্রতিযোগীকে রাখা হয়েছিল। তৃতীয় রাউন্ডে রাখার কথা ছিল ৩০ থেকে ৪০ জনকে। আমি আগের দুই রাউন্ডের চেয়ে তৃতীয় রাউন্ডে ভালো পারফর্ম করেছিলাম। জানি না কেন তারা আমাকে বাদ দিল!’
এর আগে জাহিদ অন্তু জানান, ইন্ডিয়ান আইডলে অংশ নিতে কলকাতা যাননি তিনি। গিয়েছিলেন ব্যক্তিগত কাজে। পরে জানতে পারেন সেখানে এর অডিশন হচ্ছে।তার কথায়, ‘আমি জানতাম, “ইন্ডিয়ান আইডল”র প্রতিযোগিতায় ইন্ডিয়ার বাইরে থেকে কেউ অংশ নিতে পারে না। কিন্তু এই প্রতিযোগিতার একজন বলেছিল, আসো, ট্রাই করে দেখো। পরবর্তীতে পাসপোর্ট দেখিয়ে যাবতীয় নিয়মকানুন মেনে অডিশন দেই।’
উল্লেখ্য, বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেল আয়োজিত গানের রিয়্যালিটি শো ‘ইয়াংস্টার সিজন ২’র চ্যাম্পিয়ন হয়েছেন জাহিদ অন্তু। কাভার গান গেয়ে পরিচিতি পেলেও তার একাধিক মৌলিক গান রয়েছে।
prothomasha.com
Copy Right 2023